অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ -এ প্রকাশিত হলো প্রাবন্ধিক ও চিকিৎসক ডা. অপূর্ব চৌধুরী'র দশম বই ‘শরীরের যত কেন’। ভাষাচিত্র প্রকাশনীর ব্যানারে বইটি প্রকাশিত হয়েছে।

বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম। প্যাভিলিয়ন ৩২ এ বইটি পাওয়া যাচ্ছে। বইয়ের মলাট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৭৫ টাকা।
মূলত বইটি স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক এমন ২৮টি ‘কেন’ শিরোনামে সাজানো। 

ভয় একটি ইমোশান। একটি আবেগ। একটি অনুভূতি। এই অনুভব ক্ষমতা আমাদের জন্মের সাথে সাথেই জন্ম নেয় নিজেদের মধ্যে। ভয় থেকে আমরা শিখতে শুরু করি কী আমাদের জন্য ভালো, কী আমাদের জন্য ক্ষতিকর। ভয় আমাদের বিপদ থেকে রক্ষা করে। আবার কোনো কারণে এই ভয়ের মাত্রা অযথা বেশি বেড়ে গেলে আমরা অসুস্থ হয়ে পড়ি। এই ধরনের অসুস্থ হওয়াদের বলে Anxiety Disorders। সহজ করে বললে উদ্বেগের গোলমাল। অনেক মানসিক সমস্যার অন্যতম কারণ এই ভয়, উদ্বিগ্নতা, টেনশন, স্ট্রেস, পেনিক, অস্থিরতা।

এছাড়াও বইটি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন অসুস্থতা এবং সমস্যার লক্ষণগুলো চিনতে এবং তার সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে। যখন আমরা বুঝতে পারি যে - আমাদের শরীর কীভাবে কাজ করে এবং কোনো একটি সমস্যা হলে এটি কেন হয়, তখন আমরা অসুস্থতা কিংবা সমস্যার লক্ষণগুলো শনাক্ত করতে এবং উপযুক্ত চিকিৎসায় যত্ন নেওয়ার সাথে নিজেদের শরীর সেভাবে প্রস্তুত করতে সক্ষম হই- এসব বিষয় নিয়েই বইটি সাজানো হয়েছে।

আরআর