‘প্রান্তে প্রান্তে স্বপ্নর’ সফলতার পর মুনির আহমদের ‘গভীর বিশ্বাস’
‘প্রান্তে প্রান্তে স্বপ্নর’ সফলতার পর এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কবি মুনির আহমদের দ্বিতীয় কবিতার বই ‘গভীর বিশ্বাসের প্রহর’। ‘দেশ পাবলিকেশন্স’ থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান।
বিজ্ঞাপন
পাঁচ ফর্মার এই বইটিতে রয়েছে ৬৮টি কবিতা। এসব কবিতায় উঠে এসেছে প্রেম-প্রতারক ভালোবাসা, বিরহের মহৎ বেদনাবোধ, প্রেমিক হৃদয়ের আকুতি, মিনতি ও মন কেমন করা হাহাকার। প্রতিটি কবিতার পঙক্তিতে পাঠক খুঁজে পাবেন বিরহ ব্যথা ও বিষণ্ণতার অনুভূতি যা নীল কষ্টের নির্যাস দিয়ে অঙ্কণ করেছেন কবি।
মুনির আহমদ জানান, বিরহ ও বিষণ্ণতার ভিন্নস্বরে ভেজা কবিতা দিয়ে সাজিয়েছেন বইটি। কবিতাগুলো সব বয়সের নারী-পুরুষের পড়ার উপযোগী করেই বইটি লেখা হয়েছে।
বইমেলার ৪১৭, ৪১৮, ৪১৯ নং স্টলে পাওয়া যাবে বইটি। যার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।
এর আগে ২০২২ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘প্রান্তে প্রান্তে স্বপ্ন’। এই বইটি বিগত বইমেলায় পাঠক-বন্ধু মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়।
মুনির আহমদ ছোটবেলা থেকে কবিতা ভালোবাসেন। শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রতি তার রয়েছে গভীর অনুরাগ ও আকর্ষণ। ছোটবেলা থেকেই তার লেখালেখির অভ্যাস।
পড়াশুনা শেষ করে শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি এবং বিগত ২৮ বছর যাবৎ যুক্ত আছেন শিক্ষকতা ও লেখালেখির কাজে। বর্তমানে অধ্যাপনা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভে (ইউডা)।
এমজে