ফেরদৌস জান্নাতুল এর দুটি কবিতা
ক্ষুধা
পাখিদের ক্ষুধা ফুরালে ঘরে ফেরে,
মানুষের ক্ষুধা মিটে গেলে তীব্র চেঁচায়।
আকাশমুখো হাত সূর্যকে পুঁতে ফেললে,
আলোশূন্য চাঁদের যৌবনে চলে অশুভ দহন।
হাতঘর ভাতঘরে টোপঘর সাজায়,
পাহাড়ী ক্ষুধায় চলে ভারী মেকআপ;
প্রকট পারফিউমে ক্লান্ত ফুসফুস
ধীরে ধীরে রাত নামায়।
বিজ্ঞাপন
কানামাছি
আড়াল থেকে পর্দা টানি
গোপন কামরার ফাঁদে ধূলোর ধৃষ্টতা;
ঘনকালো দৃষ্টি অথবা খোলসের অভিযান।
ইঁদুর কে গুরু মানা যেতে পারে,
কোটি বছরের ইতিহাস চিনে চিনে
নিজেই এক লুকানো গর্তের গুহাবাসী।
বিভ্রান্তি থেকে নেই নিস্তার,
ঘোর লাগা প্রশ্নের ফ্যাকাশে উত্তর শেষে
নতুনের আশাহত দিন কিংবা রাত; লুকানো চিৎকার-
পর্দার ভেতরে আড়ি পেতে থাকা
মানুষের কানামাছি।