ঢাকাকে কতটুকু জানি? কতটুকু চিনি? ঢাকাকে নতুনভাবে চেনাতে-জানাতে একুশে বইমেলায় এসেছে ‘আদি অন্তে ঢাকা’। 

বইটির লেখক এম মামুন হোসেন বলেন, ঢাকা হয়তো ইস্তাম্বুল, এথেন্স, বাগদাদ, রোম, লাহোর কিংবা দিল্লির মতো প্রাচীন নয়। কিন্তু ঢাকার পরতে পরতে নানা উপাখ্যান।

তিনি বলেন, কালের আবর্তনে ঢাকার আয়তন বাড়লেও বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহরের পরিচিতি আজো রয়ে গেছে। অলিগলির নামকরণ নিয়ে প্রচলিত আছে অনেক জনশ্রুতি, আবার কোনো কোনোটি সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য। নামের সঙ্গে অনেক এলাকার এখন আর কোনো মিল নেই। এসব বিষয় উঠে এসেছে ‘আদি অন্তে ঢাকা’ বইয়ে।

লেখক বলেন, ‘আদি অন্তে ঢাকা’ বইয়ে আছে অজানা এক কাহিনি। ঢাকাকে জানতে এটি পাঠককে সহায়তা করবে।

বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছে অনিন্দ্য প্রকাশ (প্যাভিলিয়ন-২৫)। মূল্য ৩০০ টাকা।

জেএস//