তানভীর শাহরিয়ারের ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’
চট্টগ্রাম অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে কর্পোরেট ও সামাজিক ব্যক্তিত্ব রেংকস এফসি প্রপার্টিজ লিমিটেডের প্রধান নির্বাহী তানভীর শাহরিয়ার রিমনের লেখা বই ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বইটির মোড়ক উন্মোচন করা হয়। এ অনুষ্ঠানের অতিথি ছিলেন লেখকের বাবা মনোহর আলী, রেংকস এফসি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ফাহিম ফারুক চৌধুরী, টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মুসলিম উদ্দীন, চট্টগ্রামের কর কমিশনার, কথাসাহিত্যিক বাদল সৈয়দ, চট্টগ্রাম বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের উপ-পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া, সাবেক কাউন্সিলর রেহানা বেগম রানু, খুলশী টাউন সেন্টার এর সভাপতি রুম্মান আহমেদ এবং ফ্যাশন ডিজাইনার রোকসানা আক্তার প্রমুখ।
বিজ্ঞাপন
এ বিষয় লেখক তানভীর শাহরিয়ার রিমন বলেন, বইয়ে আমরা নেগেটিভ চাপ কীভাবে দূর করব এবং পজিটিভ চাপের মাধ্যমে কী করে অনুপ্রাণিত হবো; তার বিস্তর আলোচনা করা হয়েছে। এছাড়াও সময় ব্যবস্থাপনার কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে বইটিতে।
এছাড়াও বইটিতে রয়েছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের নীতি-নির্ধারকদের টাইমহ্যাকস, স্ট্রেস ম্যানেজমেন্টের নানাবিধ ট্রিকস।
উল্লেখ্য ‘লিডারশীপ ইন্টেলিজেন্স’ ও ‘আমি একজন সেলসম্যান’ নামের আরো দুটি বই রয়েছে।