অমর একুশের বইমেলায় পাওয়া যাচ্ছে জার্মান প্রবাসী গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মল্লিকের দুটি বই বাংলাদেশী জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : জাতিবাদী ও নাগরিক জাতীয়তাবাদেও সংকট এবং গুমের রাজনীতি ও খাসোগি। বই দুটিতে সমসাময়িক রাজনীতির দুটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়তাবাদ ও গুম করার বিষয়গুলো নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : জাতিবাদী ও নাগরিক জাতীয়তাবাদেও সংটক বইটিতে জাতীয়তাবাদের ধারণা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। এতে বলা হয়েছে, জাতীয়তাবাদ আবারও আলোচনায় উঠে আসছে। এর পক্ষে বিপক্ষে নানা মতামতই আছে।

নিজের বই সম্পর্কে সাংবাদিক ড. মারুফ মল্লিক বলেন, জাতীয়তাবাদ রাজনীতি বিজ্ঞানের এক অমিমাংসিত বিষয়। এই সম্পর্কে আলোচনা ও সমালোচনা সম্ভবত শেষ  হবে না। ইতিহাসের বিভিন্ন সময় বিভিন্নভাবে জাতীয়তাবাদ আর্বিভূত হয়েছে। আমাদের এখানে সময়ের পরিক্রমায় বিভিন্ন ধারার ও চেতনার জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছে। বাংলাদেশ বা পূর্ববঙ্গে মুসলিম, বাঙালি ও বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ লক্ষ্য করা যায়। জাতীয়তাবাদ মূলত সামাজিক ও রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়ায় গড়ে উঠে। সমাজের ভিতর থেকে জাতীয়তাবাদের ধারা সৃষ্টি হয়। তবে কখনো কখনো রাষ্ট্রের হাত ধরেও জাতীয়তাবাদের উদ্ভব ঘটে।

এই বইয়ে জাতীয়তাবাদের ঐতিহাসিক ধারনার আলোকে বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশ ও প্রয়োগ নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশি জাতীয়তাবাদ ভালো কী, মন্দ সেই আলোচনায় না গিয়ে রাষ্ট্র কিভাবে জাতীয়তাবাদের প্রয়োগ করে এটা বিশ্লেষণ করা হয়েছে। বইয়ের প্রথমভাগে জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশ নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ভাগে বাংলাদেশি জাতীয়তাবাদ কিভাবে সমাজ ও রাষ্ট্রে প্রয়োগ করা হয়েছে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের শ্রেণি ও চরিত্র বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশ্লেষণ করার চেষ্টা করা হয়েছে, নাগরিক ও রাষ্ট্রীয় জাতীয়তাবাদের এ সংকটের যুগে বাংলাদেশি জাতীয়তাবাদ কোথায় অবস্থান করছে।

আর গুমের রাজনীতি ও খাসোগি বইটিতে রাষ্ট্রীয় গুম নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক। বাংলাদেশের প্রেক্ষিতে গুম ও বিচার বর্হিভূত হত্যাকাণ্ড অন্যতম প্রাসঙ্গিক বিষয়। মানবাধিকার সংস্থাগুলোর হিসাব মতে সাম্প্রতিক সময়ে কমপক্ষে ৬০০ মানুষ গুম হয়েছেন আমাদের দেশে।

এই বই সম্পর্কে ড. মল্লিক বলেন, রাজনীতির এক নৃশংসপর্ব হচ্ছে রাষ্ট্র কর্তৃক নাগরিককে গুম করে দেওয়া। সামরিক বা গণতান্ত্রিক উভয় শাসনব্যবস্থার ভেতর থেকেই বিভিন্ন দেশের নাগরিকেরা চিরতরে উধাও হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা তাদের লাশটাও ফেরত পাচ্ছে না। ঠিক এভাবেই জামাল খাসোগি গুম হয়েছেন। অবশ্য এনিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলেন, খাসোগিকে হত্যা করা হয়েছে। হত্যার দায়ে সৌদি আরব পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছে। তবে জাতিসংঘের মানবাধিকার কমিশন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সংজ্ঞা অনুসারে বলা যায়, খাসোগি গুম হয়েছেন। এখানে খাসোগির ঘটনাকে কেসস্টাডি হিসেবে বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় গুম বা নাগরিককে বলপূর্বক নিখোঁজ করে দেওয়ার বিষয়গুলো আলোচনা করা হয়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় গুমের ঐতিহাসিক ও রাষ্ট্রীয় সম্পৃক্ততা উপস্থাপন করা হয়েছে। বইটিতে রাষ্ট্র কেন গুম করে, কীভাবে করে, রাষ্ট্রের কারা গুমের সঙ্গে জড়িত থাকে তা খুঁজে এবং বিভিন্ন দেশে গুমের ঘটনা আলোকপাত করা হয়েছে। সব মিলিয়ে গত শতক থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্রীয় গুমের রাজনীতির একটি মোটামুটি চিত্র এখানে পাওয়া যাবে। 

বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ : জাতিবাদী ও নাগরিক জাতীয়তাবাদের সংকট বইটি মেলার লিটল ম্যাগ চত্বরে আদর্শ প্রকাশনীর ৩৩৩-৩৩৬ স্টলে এবং গুমের রাজনীতি ও খাসোগি বইটি সমগ্র প্রকাশনীর ৪৪৭ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। 

আইএসএইচ