অটুট থাকুক বন্ধন
শুরুটা যেমন থাকে, সম্পর্ক সব সময় ঠিক তেমন নাও চলতে পারে। কারণ ভালোবাসায় জড়িয়ে যাওয়ার পরে পরস্পরের সম্পর্কে আরও বেশি চেনাজানা হয়, অনেক ভালোলাগা-মন্দলাগা তৈরি হয়। কখনো কখনো এমনও মনে হতে পারে, সম্পর্কটি ঠিক আগের মতো নেই। কোথাও একটা ছন্দপতন, একটি নির্দিষ্ট চক্রে আটকে গেছে যেন। দু’জন মানুষ পাশাপাশি থাকলেও কীসের এক দূরত্ব বাড়তে থাকে। এমন চলতে দিলে ধীরে ধীরে সম্পর্ক উষ্ণতা হারায়। দু’জনের মাঝে ভর করে অদ্ভুত শীতলতা। একটা সময় গিয়ে আপনার মনে হতে পারে, আর কোনো চাওয়া-পাওয়া অবশিষ্ট নেই। কিন্তু খাদের কিনারা থেকেও ফিরে আসা সম্ভব। দু’জনের আন্তরিক প্রচেষ্টা পারে সম্পর্কটি আবার সুন্দর করে তুলতে। ভালোবাসার বন্ধন অটুট রাখতে সচেতন হতে হবে দু’জনকেই।
বিজ্ঞাপন
মন খুলে কথা বলুন
বেশিরভাগ সময় সম্পর্কে ভাঙন ধরার কারণই হয় মন খুলে কথা না বলা। দু’জন যদি দু’জনের মনের কথা জানতে পারেন তবে বোঝাপড়া আরও সুন্দর হবে। সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে তবে মন খুলে কথা বললে সেগুলোর কারণ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। তাই মনে কোনো কথা চেপে না রেখে বলে ফেলুন। শুধু বললেই হবে না, অপরজনের কথাও মন দিয়ে শুনতে হবে। এর ফলে দেখবেন, অনেককিছুরই সমাধান সহজে হয়ে গেছে।
অতীত নিয়ে পড়ে থাকা নয়
অতীতকে আঁকড়ে থাকার মানে হলো, সামনের দিকে এগিয়ে যেতে না পারা। অতীতে কী ঘটে গেছে তা যদি আপনি সারাক্ষণ ভাবতে থাকেন তবে আপনার বর্তমানের সঙ্গে সঙ্গে ভবিষ্যতও নষ্ট হবে। তাই আপনার বা সঙ্গীর পুরোনো কোনো বিষয় নিয়ে পড়ে থাকবেন না। বরং বর্তমানকে কীভাবে সুন্দর করা যায় তা নিয়ে ভাবুন। মনে রাখবেন, যে সময় চলে যাচ্ছে তা আর ফিরে পাবেন না। আর আপনার জীবন এমন ছোট ছোট মুহূর্তেরই সমষ্টি। নতুনভাবে জীবনকে সাজিয়ে নিন। তখন সবকিছুই আরও রঙিন মনে হবে।
সুখের স্মৃতি জমা থাকুক
অতীতের কষ্ট কিংবা দুঃখ ভুলে থাকবেন তবে সুখকর অভিজ্ঞতাগুলো ভুলে যাবেন না। কারণ সুখ এমন একটি বিষয় যা মনে করলে আরও নতুন মনে হয়। সম্পর্কের তিক্ততা কাটানোর সবচেয়ে ভালো উপায় হলো পুরোনো সুখকর স্মৃতি মনে করা। এর ফলে আপনার জীবনে তার গুরুত্বটুকু বোঝা সহজ হবে। যেসব স্থানে আপনারা আগে ঘুরে বেড়িয়েছেন, সেসব জায়গায় যেতে পারেন। এতে করে পুরোনো অনেক স্মৃতি মনে পড়বে। ভালোবাসা দেখা দেবে নতুন করে।
আরও বেশি ভালোবাসুন
সারাক্ষণ পাশাপাশি থাকলে প্রিয় মানুষটিকে আলাদা কিছু মনে হয় না অনেকের। তার জন্য বিশেষ কিছু করা বা তাকে চমকে দেয়া- এসব অভ্যাস ধীরে ধীরে বিলুপ্ত হতে থাকে। কিন্তু একটি সম্পর্ক সুন্দর রাখার জন্য দরকার রয়েছে এসবের। আপনার উদাসীনতা কিংবা অবহেলার কারণে সুন্দর সম্পর্কও এক সময় শীতল হতে থাকে। ফলে শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা কমতে থাকে। আপনাদের সম্পর্কে এমনটা ঘটতে থাকলে দ্রুত তার সমাধান করুন। প্রতিদিন তার জন্য কিছুটা হলেও সময় রাখুন, তাকে আরও বেশি ভালোবাসুন।
বিরতি নিন কিছুদিনের
যদি পাশে থাকলে আরও বেশি খিটিমিটি লেগে থাকে তবে সম্পর্ক থেকে কিছুদিন দূরে থাকতে পারেন। এই দূরে থাকা মানে কিন্তু বিচ্ছেদ নয়। বরং পরস্পর কিছুটা দূরে থাকা। এতে করে তার প্রতি আপনার টান নতুন করে অনুভব করতে পারবেন। আপনার জীবনে তার গুরুত্ব কতখানি তাও বুঝতে পারবেন। তখন তার পাশে থাকা আরও বেশি সুন্দর মনে হবে।
এইচএন/এএ