ঘন ভ্রু আপনার মুখের সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিতে পারে। তাই সৌন্দর্যের জগতে ঘন ও মোটা ভ্রুর সমাদর বেশি। আপনার ভ্রু যদি খুব একটা ঘন না হয় তবে মন খারাপ করবেন না। একটু যত্ন নিলেই আপনার ভ্রুও হতে পারে ঘন আর মোটা। তখন আপনাকে দেখতে আরও বেশি আকর্ষণীয় মনে হবে। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে একটুখানি সময় বের করে পরিচর্যা করলেই পাবেন ঘন ভ্রু। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

এক্সফোলিয়েট করুন

অনেকেই ভ্রুর দিকে খুব একটা খেয়াল রাখেন না। কিন্তু এমনটা করা যাবে না। মুখের অন্যান্য অংশের মতো ভ্রুরও যত্ন নিতে হবে। করতে হবে এক্সফোলিয়েট। অনেকে ভ্রুতে মেকআপ ব্যবহার করেন। একারণে লোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। তাই ভ্রু নিয়মিত পরিষ্কার করা জরুরি। সেইসঙ্গে ভ্রুর বৃদ্ধির জন্য প্রয়োজন এক্সফোলিয়েট করা। সেজন্য এক চা চামচ অলিভ অয়েল নিন। এবার তার সঙ্গে মেশান কয়েক ফোঁটা লেবুর রস এক চা চামচ চিনির গুঁড়া। এবার মিশ্রণটি ভ্রুতে স্ক্রাব করে নিন। কিছুক্ষণ রেখে পরিষ্কার পানিতে ধুয়ে নিন। এভাবে যত্ন নিলে দ্রুতই পাবেন ঘন ভ্রু।

মাসাজ করুন

শরীরের যে স্থানে মাসাজ করবেন, সেই স্থানের রক্ত সঞ্চালন বাড়বে। আর যে স্থানে রক্ত সঞ্চালন বেশি থাকে, সেখানে হেয়ার গ্রোথ বেশি হয়। তাই ঘন ভ্রু পেতে প্রয়োজন নিয়মিত মাসাজের। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে আঙুলের সাহায্যে চাপ দিয়ে ভ্রু মাসাজ করুন। এতে ভ্রুর স্থানে রক্ত সঞ্চালন বাড়বে। বাড়বে হেয়ার গ্রোথও। 

ক্যাস্টর অয়েল ব্যবহার

চুলের বৃদ্ধি বাড়াতে কিংবা চুল পড়া রোধ করতে ক্যাস্টর অয়েলের জুড়ি নেই বললেই চলে। আপনিও নিশ্চয়ই জানেন সেকথা? বিশেষজ্ঞরা চুলের বৃদ্ধির জন্য ক্যাস্টর অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। এটি মেনে চলতে পারেন ভ্রুর ক্ষেত্রেও। সেজন্য কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নিয়ে আঙুলের সাহায্যে ভ্রুর গোড়ায় মাসাজ করে নিন। এতে ভ্রু ভালো থাকবে। ঘন ও সুন্দর ভ্রু পাবেন।

ভ্রু আঁচড়ান

প্রতিদিন চুল আঁচড়ানোর পাশাপাশি ভ্রুও আচড়ানো প্রয়োজন। কারণ ঠিকভাবে আঁচড়ালে তা ভ্রুর বৃদ্ধিতে সাহায্য করে। ভ্রু আঁচড়নোর জন্য স্টিল আইব্রো চিরুনি ব্যবহার করবেন। এর সাহায্যে নিয়মিত ভ্রু আঁচড়ান। এতে পাবেন সুন্দর ও ঘন ভ্রু।