করোনা মহামারি শুরুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। কেউ বলছেন, গলায় ভাপ নিলে করোনা থেকে সুরক্ষিত থাকা যায়। আবার কেউ বলছেন, গড়গড়া করলেই করোনা থেকে সুরক্ষা পাওয়া যাবে। কিন্তু এগুলো করলে কী আদৌ করোনা থেকে সুরক্ষা পাওয়া সম্ভব? চলুন জেনে নেওয়া যাক-

চিকিৎসকরা কী বলছেন?

করোনা থেকে সুরক্ষিত থাকার জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের এমন পরামর্শ মেনে চলার যৌক্তিকতা নেই। কারণ এগুলো করে কেউ করোনা থেকে সুরক্ষা পেয়েছেন এমন খবর সংবাদমাধ্যমে প্রকাশ হয়নি। সামাজিক দূরত্ব মেনে চলা, মাস্ক পরা ছাড়া অন্য কোনো উপায়ে এর থেকে সুরক্ষা পাওয়া সম্ভব নয়। চিকিৎসক অরুণাংশু তালুকদার বলেন, ‘সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া এসব পরামর্শ ভিত্তিহীন। কারণ সকালে গড়গড়া করার পর যদি শরীরে জীবাণু ঢোকে তাহলে সেটি বিকেল পর্যন্ত অপেক্ষা করবে না।’ 

আরেক চিকিৎসক সুবর্ণবাবু বলেন, ‘করোনা সংক্রমণে গলায় ভাপ দেওয়ার যে পরামর্শ শোনা যাচ্ছে সেটি আংশিক সত্য। এর ওপর নির্ভর করে বসে থাকলেই চলবে না। আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।’ 

সংক্রমণ ঠেকাতে কী করতে হবে?

চিকিৎসকরা বলছেন, গলায় ভাপ নেওয়া ও গড়গড়া করার সময় করোনা সংক্রমণ ঠেকাতে সংক্রমিত ব্যক্তির কাছে যাওয়া উচিত নয়। এতে করোনা ঝুঁকি বহুলাংশে কমবে। সেক্ষেত্রে যদি আক্রান্ত ব্যক্তি গড়গড়া করে অথবা গলায় ভাপ নেয় তাহলে সংক্রমিত হওয়ার ভয় থাকবে না। অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দেওয়া এ দুই পরামর্শ মনগড়া হলেও করোনা আক্রান্ত ব্যক্তির জন্য ক্ষতিকর নয়। 

এইচএকে/আরআর/এএ