লেবু দিয়ে খুশকি দূর করার উপায়
চুলে খুশকি সমস্যা অনেকের রয়েছে। খুশকির কারণে অনেকের চুল রুক্ষ হয়ে যায় এবং মাথার ত্বকে বিভিন্ন রোগের বিস্তার হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ঠিকমতো চুলের যত্ন না নিলে অথবা পরিবেশ দূষণের প্রভাবে চুলে খুশকি সমস্যা তৈরি হয়। কিন্তু সমাধান কী? অনেকেই মনে করেন লেবু দিয়ে খুশকি দূর করা যায়। আসুন জেনে নেওয়া যাক কীভাবে লেবু ব্যবহার করে খুশকি দূর করা যায় সে সম্পর্কে-
বিজ্ঞাপন
অ্যালোভেরা ও লেবু
চুলে খুশকি দূর করতে অনেক স্বাস্থ্যসচেতন অ্যালোভেরা ও লেবু ব্যবহার করেন। ২ চা-চামচ অ্যালোভেরা ও ২ চা-চামচ লেবুর রস মিশিয়ে মাথার ত্বকে লাগালে আরাম পাওয়া যায়। কিছুক্ষণ ম্যাসাজ করে ১৫ মিনিট এভাবে রেখে দিতে হবে। তারপর চুলে শ্যাম্পু দিলেই খুশকি দূর হয়ে যাবে।
দই ও লেবু
চুলের খুশকি তাড়ানোর জন্য দই ও লেবু উপকারী। ২ চা-চামচ দই, ১ চা-চামচ লেবুর রস ও ১ চা-চামচ মধু মিশিয়ে মাথার ত্বকে ২০ মিনিট রেখে দিতে হবে। তারপর শ্যাম্পু মেখে গোসল করলে চুলের খুশকি উধাও হয়ে যাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও খুশকি দূর করতে দই ও লেবু ব্যবহারের পরামর্শ দেন।
আমলকী ও লেবু
খুশকি দূর করতে আমলকী ও লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে কারণে অনেক বিশেষজ্ঞ এগুলো দিয়েও খুশকি দূর করার কথা বলেন। ২ চা-চামচ লেবুর রসের সঙ্গে ২ চা-চামচ আমলকীর রস মিশিয়ে চুলের গোড়ায় আধা ঘণ্টা লাগিয়ে রাখতে হবে। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে।
এইচএকে/আরআর/এএ