দীর্ঘ সময় চশমা পরে থাকার কারণে অনেকেরই নাকের পাশে কালো দাগ হয়ে যায়। ধীরে ধীরে এই দাগ একেবারে বসে যায়। তোলা কঠিন হয়ে যায়। তবে ঘরোয়া পদ্ধতিতে এই দাগ তোলা কিন্তু খুব সহজ। চলুন জেনে নিই—

আলু ছোট ছোট করে কেটে থেঁতো রস বের করে নিন। সেই রস নাকের দু’পাশে লাগান। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই কাজ করলে এক সপ্তাহেই দাগ দূর হবে।

এছাড়াও কাঠবাদামের তেল দিয়েও এ দাগ তোলা সম্ভব। নিয়মিত এই তেল ব্যবহার করলে নাকের দু’পাশের কালচে দাগ দূর হবে। রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা তেল দাগে লাগান। কয়েক দিনেই ফল পাবেন।

নাকের কালো দাগ উঠানোর আরও একটি ঘরোয়া উপায় হলো অ্যালোভেরা জেলের ব্যবহার। দিনে যেকোনও সময় এটি ব্যবহার করতে পারেন। এতেও দূর হবে দাগ।

তাছাড়া শসার রসেও দাগ দূর করতে কাজ করে। শসা প্রথমে ছোট ছোট করে কেটে নিন। তার পরে সেগুলো নাকের দুই পাশে লাগান। দাগ কমে যাবে কয়েকদিনেই।

এমএ