করোনাভাইরাস : পুরুষের পাশাপাশি ঝুঁকি বাড়ছে নারীদেরও
নারীদের তুলনায় পুরুষেরা করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন- সোশ্যাল মিডিয়ায় গত বছর থেকে এমন একটি তথ্য নিয়ে অনেকেই বলাবলি করছেন। যুক্তরাষ্ট্রের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সুইডিশ ন্যাশনাল বোর্ড অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের করোনা আক্রান্তদের নিয়ে গবেষণা করার পর থেকে সোশ্যাল মিডিয়ায় একথা ছড়িয়ে পড়ে।
এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় পাওয়া গেছে নতুন ব্যাখ্যা। বলা হয়, করোনায় আক্রান্ত হলে পুরুষদের বেশি সমস্যা হয়। তাই বলে নারীদের তুলনায় পুরুষরা আক্রান্তের ঝুঁকিতে বেশি রয়েছেন এ কথা সঠিক নয়।
বিজ্ঞাপন
গবেষণায় আরও বলা হয়, করোনায় পুরুষরা বেশি মারা গেলেও নারীদের আক্রান্ত হওয়ার ঝুঁকি নেই এ কথা ভাবার অবকাশ নেই। স্বাভাবিকভাবেই রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং ধূমপানের অভ্যাস থাকার জন্য করোনায় নারীদের তুলনায় পুরুষদের বেশি মারা যেতে দেখা গেছে। কিন্তু পুরুষদের পাশাপাশি নারীরাও করোনায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন।
স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এর আগে বলেছিলেন, অবিবাহিত পুরুষ, উপার্জনে অক্ষম এবং নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পুরুষদের করোনায় মৃত্যুর সম্ভাবনা বেশি। এছাড়া হৃদরোগ, ডায়েবেটিসসহ অন্যান্য রোগ যেহেতু নারীদের চেয়ে পুরুষের বেশি হয় সেহেতু তাদের করোনায় আক্রান্তের ঝুঁকি রয়েছে বেশি।
অন্য গবেষকরা বলেছেন, সেক্স হরমোন এন্ড্রোজেনের কারণে পুরুষরা করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু যুক্তরাষ্ট্রের নতুন গবেষণায় এর উল্টো ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনা থেকে নারী-পুরুষ কেউই শঙ্কামুক্ত নন। যারা নিয়মমাফিক জীবনযাপন করেন না তারা করোনায় বেশি আক্রান্ত হন।
এইচএকে/এইচএন/এএ