নারীর রূপচর্চায় ‘ইয়ারএন্ড’ ক্যাম্পেইন
বছরের শেষ মাসে গ্রাহকের কাছে প্রতিটি সেবাকে সহজলভ্য করার জন্য ‘ইয়ারএন্ড সেল’ ক্যাম্পেইন চালু করলো বায়োজিন কসমেসিউটিক্যালস।
স্কিন কেয়ার প্রোডাক্ট, নিউট্রিশনিস্ট কাউন্সেলিংসহ সব সেবায় বায়োজিনের প্রতিটি শাখায় সর্বোচ্চ ৮০ শতাংশ ছাড় পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞাপন
ক্যাম্পেইনের আওতায় স্কিন কেয়ার প্রোডাক্টে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি ‘বায়ো হাইড্রা ফেসিয়াল’ এবং ‘বায়ো লেজার’ সেবা পাওয়া যাবে ৯৯৯ টাকায়।
এছাড়া ২টি সেশন কিনলে ১টি, ৩টি কিনলে ২টি এবং ৫টি কিনলে ৫টি সেশন একদম ফ্রি। বডি শেপিং অ্যান্ড স্লিমিং ট্রিটমেন্টে ৫০ শতাংশ ডিসকাউন্টের পাশাপাশি স্কিনের কন্ডিশন নির্ণয় করতে ‘স্কিন অ্যানালাইসিস’ পাওয়া যাবে মাত্র ২৫০ টাকায়। এই অফারে রয়েছে ডাক্তারের কনসালটেশন কনসাল্টেশন পাওয়া যাবে বিনামূল্যে।
ত্বকের সৌন্দর্যের পাশাপাশি এস্থেটিক্ ক্লিনিকে দেশে প্রথমবারের মতো নারীদের মানসিক সুস্থতায় 'মাইন্ড কেয়ার সল্যুশন' নামে নতুন সেবা চালু করেছে বায়োজিন কসমেসিউটিক্যালস।
সম্প্রতি তাদের মিরপুর-১ ও ধানমন্ডি ব্রাঞ্চে বিনামূল্যে চালু করেছে নতুন এই সেবাটি। পরে দেশজুড়ে ১৪টি ব্রাঞ্চে সেবাটি চালু হতে পারে বলে নিশ্চিত করেছেন বায়োজিন কসমেসিউটিক্যালস।