ভালোবাসার উদযাপন হোক বাড়িতেই
বিশ্বব্যাপী ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালিত হয়। দিনটি নিয়ে অনেকেরই নানা পরিকল্পনা থাকে। আবার কেউ কেউ এই দিনটি উদযাপন করতে পছন্দ করেন না। তবে চাইলে খুব সহজে নিজের মতো করে বাড়িতেই দিনটি উদযাপন করতে পারেন। বছরের একটি দিন যদি আপনার ভালোবাসার মানুষের সঙ্গে একটু আলাদাভাবে পালন করেন, এটি মন্দ নয়। এতে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক আরো মধুর হবে। চলুন জেনে নেওয়া যাক বাড়িতে যেভাবে ভালোবাসা দিবস পালন করতে পারেন-
ঘরের সাজসজ্জা
বিজ্ঞাপন
ভালোবাসা দিবস হিসেবে ঘর সুন্দর করে সাজাতে পারেন। এটি আপনার মনে উৎসবের ছোঁয়া এনে দেবে। ভালোবাসা দিবসের কথা মাথায় রেখে ঘর সাজানোর সময় ফুলের ব্যবহার করতে পারেন। পর্দা, বেডশীট পাল্টাতে পারেন। তবে সবার আগে ঘর সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে। এছাড়াও ঘরে নিজের পছন্দমতো সুগন্ধিও ব্যবহার করতে পারেন।
মুড লাইটিং
লাইটিং এমন একটি জিনিস যা আপনার মুডকে খুব সহজেই ভালো করতে পারে। তাই এই বিশেষ দিনে আপনার বাড়িতে আলোকসজ্জার ব্যবহার করতে পারেন। এছাড়াও লাইটিংয়ের জন্য বেশি কিছু না করতে চাইলে মোমবাতি ব্যবহার করতে পারেন। খুব কম মানুষই আছেন যারা মোমবাতি পছন্দ করেন।
একসঙ্গে সময় কাটাতে পারেন
এই দিনে কিছু সময় বের করে একে অপরের সঙ্গে কাটাতে পারেন। দু’জনে নিজেদের পুরোনো স্মৃতিগুলো মনে করতে পারেন। গান গাইতে পারলে আপনার সঙ্গীকে শোনাতে পারেন। এছাড়াও গল্প কিংবা কবিতা পাঠ করে শোনাতে পারেন।
একসঙ্গে রান্না করতে পারেন
বলা হয়ে থাকে হৃদয়ের রাস্তা পাকস্থলী দিয়ে যায়। তাই আপনার সঙ্গীর জন্য তার পছন্দের কিছু রান্না করতে পারেন। কারণ নিজের হাতের রান্নায় আন্তরিকতার ছোঁয়া থাকে। এছাড়াও দুইজন একসঙ্গে রান্না করতে পারেন। এটি সম্পর্কের মধুরতা বাড়ায়।
উপহার দিতে পারেন
এই বিশেষ দিনে আপনার সঙ্গীকে উপহার দিয়ে আরো বিশেষ অনুভব করাতে পারেন। নিজের বানানো উপহার আরো আন্তরিকতা বাড়ায়। গোলাপ উপহার হিসেবে ভালবাসা দিবসের জন্য পারফেক্ট। এছাড়া নিজেদের সুন্দর কোনো ছবিও উপহার হিসেবে দিতে পারেন।