নেহারি তৈরির রেসিপি
রুটি কিংবা পরোটার সঙ্গে নেহারি খেতে পছন্দ করেন নিশ্চয়ই। গরু বা খাসির পায়ের অংশ দিয়ে তৈরি করা যায় এই নেহারি। এটি রান্নার পদ্ধতি মাংসের ঝোল রান্নার থেকে আলাদা। সেইসঙ্গে নেহারি রান্নায় সময়ও লাগে অনেক বেশি। চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে রান্না করতে হয়। চলুন তবে জেনে নেওয়া যাক নেহারি রান্নার রেসিপি-
তৈরি করতে যা লাগবে
বিজ্ঞাপন
গরুর পা- ৬ ইঞ্চি টুকরা করে কাটা ৭-৮ খণ্ড
পানি- পরিমাণমতো
হলুদ গুঁড়া- পরিমাণমতো
লবণ- স্বাদমতো
আদা ও রসুন বাটা- ১ টেবিল চামচ করে
পেঁয়াজ কুচি- এক কাপ
তেজপাতা- ৪-৫টি
দারুচিনি- ৪/৫ টুকরা
এলাচ- ৪/৫টি
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
শুকনা মরিচের গুঁড়া- ১ চা চামচ
কাঁচা মরিচ- স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন
গরুর পায়ের টুকরোগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিতে হবে। এরপর হলুদ গুঁড়া ও লবণ দিয়ে চুলায় বসিয়ে দিন। মাঝারি আঁচে সেদ্ধ করুন তিন-চার ঘণ্টার মতো। পানি কমে এলে চুলার আঁচ কমিয়ে দিন। এরপর তাতে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ গুঁড়া, গোলমরিচ গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে দিন।
এরপর আবার অল্প আঁচে চুলায় বসান আরও ৩/৪ ঘণ্টা। হাঁড়ে লেগে থাকা মাংস সেদ্ধ নরম হয়ে এসেছে কি না দেখুন। ঝোল কমে গেলে গরম পানি মিশিয়ে আবারও ফুটতে দিন। সব মসলা গলে সুগন্ধ বের হলে নামিয়ে পরিবেশন করুন।