আবায়া অ্যান্ড গাউন এর ঈদ আয়োজন
ঈদুল ফিতরকে সামনে রেখে প্রায় অর্ধশত পোশাক এনেছে ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন। শুধু ডিজাইনই নয়, রঙের ক্ষেত্রেও প্রতিটি পোশাকে রয়েছে ভিন্নতা। রয়েছে, লেহেঙ্গা, গাউন, ওড়না, হিজাব, স্কার্ট-টপস সেটসহ বিভিন্ন ধরনের পোশাক। আরও আছে নানা ধরনের বোরকা ও আবায়া। এগুলোর দাম ২ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ৪৮ হাজার টাকার মধ্যে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী মারুফা জাহান বলেন, হিজাবগুলোর ডিজাইন সম্পূর্ণই আমাদের নিজস্ব ডিজাইনার এবং কারিগর দিয়ে তৈরি এবং কারুকাজ করানো। তাই এগুলো বাজারের যেকোনো হিজাব থেকে একেবারেই আলাদা। বিশেষ করে এবারের পোশাকগুলোর কালার শেড বাছাই করা হয়েছে সম্পূর্ণই ক্রেতাদের ওপর জরিপ করে। জরিপে সবচেয়ে বেশি ক্রেতাদের পছন্দের শেডগুলো ব্যবহার করা হয়েছে ঈদের পোশাক তৈরিতে।
ঈদ ছাড়াও রোজার ভেতরে নিয়মিত পরার জন্য অল্প কাজ করা কিছু পোশাক এনেছে আবায়া। এর মধ্যে খিমার রয়েছে প্রায় বিশটি ডিজাইনের। গরমে তারাবিহ পড়ার সময় উপযুক্ত এই খিমারগুলো ওমরা বা হজ্জ পালনের সময়ও ব্যবহার করা যাবে।