নারী দিবসের উক্তি
০৭ মার্চ ২০২২, ০৮:৩৪ পিএম
আগামীকাল ৮ মার্চ। আন্তর্জাতিক নারী দিবস। নারী অধিকার রক্ষায় বিশ্বব্যাপি সমতাভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ার লক্ষ্যে প্রতিবছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়। জাতিসংঘ ২০২২ সালের নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে “নারীর সুস্বাস্থ্য ও জাগরণ”।
নারী দিবসের উক্তি
একজন শক্তিশালী নারী তিনিই যিনি প্রতিবাদ করতে জানেন।মেলিন্ডা গেটস
ওই নারীর জন্য রোল মডেল তিনি নিজেই যিনি সফলতা ও আত্মবিশ্বাসের সাথে নিজের দ্যুতি ছড়ান। মেরিল স্ট্রিপ
আমি চাই না আমার ব্যক্তিত্ব, আমার অস্তিত্ব অন্য কেউ নির্ধারণ করে দিক। ওটা কেবলই আমার পছন্দ। এমা ওয়াটসন
নারীবাদ মানে নারীকে শক্তিশালী করা নয়, নারী এমনিতেই যথেষ্ট শক্তিশালী। নারীবাদ মানে পৃথিবীকে সেই শক্তি মেনে নিতে শেখানো। জি ডি এন্ডারসন
আমি যত পোশাক পরি তার মধ্যে সবচেয়ে সুন্দরটি হলো আমার আত্মবিশ্বাস।প্রিয়াঙ্কা চোপড়া
আমি একা পৃথিবী বদলাতে পারব না কিন্তু আমি পানিতে একটা ঢিল ছুঁড়ে লক্ষ ঢেউয়ের সূচনা করতে পারব। মাদার তেরেসা
তুমি নারী। সবাই চেষ্টা করবে তাদের সিদ্ধান্ত তোমার উপর চাপিয়ে দিতে, তোমাকে গণ্ডির মধ্যে আটকে ফেলতে। তারা নির্ধারণ করে দেবে তুমি কী পরবে, কেমন আচরণ করবে, কার সাথে মিশবে, কোথায় যাবে। অন্যের সিদ্ধান্তে বেঁচো না। নিজের জ্ঞানে নিজের সিদ্ধান্তে জীবন সাজাও।অমিতাভ বচ্চন
নারী পুরুষের সমান অংশীদারিত্ব ছাড়া কোনো সংগ্রাম সফল হতে পারে না। জগতে দুটি শক্তি আছে, একটি কলম আরেকটি তলোয়ার। আর এ দুটির চেয়েও দৃঢ় একটি শক্তি আছে, যার নাম ‘নারী’। মালালা ইউসুফজাই
একজন সুশীল নারী কোনোদিন ইতিহাস রচনা করতে পারেন না। এলানর রুসভেল্ট
একজন নারীর জন্য সবচেয়ে শক্তিশালী নিরাপত্তা হলো তার সাহস। এলিজাবেথ কেইডি স্ট্যান্টন
নারীরা হলেন পৃথিবীর সর্ববৃহৎ অব্যবহৃত শক্তির উৎস। হিলারি ক্লিনটন
অন্যরা কী ভাববে সারাক্ষণ সেটি নিয়ে ভাবলে একদিন জীবনটাই অন্যের হয়ে যাবে। প্রচলিত প্রবাদ