মার্চের আট তারিখ আন্তর্জাতিক নারী দিবস। দিনটি শুধু নারীদের জন্য নয়, বরং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যই বিশেষ। কারণ এটি এমন একটি দিন যা শুরু থেকেই জীবনের সবগুলো ক্ষেত্রে নারীর অবদানের কথা, নারীর প্রতি সম্মানের কথা মনে করিয়ে দেয়। নারী দিবস বলে সমতার কথাও। আট মার্চ তাই নারীদের জন্য একটু বেশিই গুরুত্ব বহন করে। এই দিনে তাই নারীরা এমন কোনো পোশাক পরুন যা সমতার বার্তা বহন করে। 

বেগুনি রঙের ইতিহাস

নারীর সমতা অর্জনের লক্ষ্যে নারীবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছে কয়েকটি রং। তার মধ্যে বেগুনি রংটি বিশেষ গুরুত্ব বহন করে। এই রঙের পোশাক পরার পেছনে রয়েছে আরও অনেক ঘটনা। বেগুনি রং উদ্ভূত হয়েছিল ১৯০৮ সালে যুক্তরাজ্যের মহিলা সামাজিক ও রাজনৈতিক ইউনিয়ন থেকে।, যার পতাকার রঙের ভেতর ছিল বেগুনি, সাদা এবং সবুজ।

বেগুনি বৃত্তান্ত

বেগুনি রং শুধু একটি রংই নয়, এটি বোঝায় ন্যায়বিচার এবং মর্যাদাকে। সবুজ হলো আশার প্রতীক।  বিশুদ্ধতার প্রতিনিধিত্ব করে শুভ্রতার প্রতীক সাদা রং। তাই নারী দিবসে বেগুনি রঙের পোশাকই পরতে হবে এমন কোনো কথা নেই। বেগুনির পরিবর্তে পরতে পারেন সাদা রঙের পোশাকও।

কোন রং বেছে নেবেন?

গাঢ় রংগুলোর আছে অন্য রকম শক্তি। গাঢ় মানেই জমাট। আপনাকে উজ্জ্বীবিত করতে গাঢ় রংগুলোর বিকল্প নেই। যেকোনো গাঢ় রংই আপনার ভেতরে নিয়ে আসবে দৃঢ়তা। একথা তো মানতেই হবে যে আমাদের পোশাকের ধরন কিংবা এর রংও বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ব্যক্তিত্বের ওপর প্রভাব ফেলে। নিজের দৃঢ়তাকে প্রকাশ করতে তাই এই দিনে বেছে নিন গাঢ় রঙের কোনো পোশাক। আর নয়তো শুভ্র সাদায় হয়ে উঠুন শান্তির প্রতীক।

সাদা কেন?

বর্তমানে সাদা শাড়িতে নিজেকে ফুটিয়ে তুলতে বেশি পছন্দ করছেন নারীরা। এর কারণ হলো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি সিনেমায় সাদা শাড়িতেই নিজেকে অনন্য করে তুলে ধরেছেন। এই একটি নারীবাদী সিনেমা। এই সিনেমাতেও আলিয়ার চেহারায় প্রকাশ পেয়েছে দৃপ্তি, দৃঢ়তা ও ঐতিহ্যের মিশ্রণ।

শাড়ি নাকি অন্য কিছু?

শাড়িই কি পরতে হবে? এর বদলে অন্যকিছু একদমই পরা যাবে না? মোটেই সেরকম কিছু নয়। এদিন আপনি তাই পরবেন, যে পোশাক পরলে আপনি স্বচ্ছন্দ। হতে পারে তা শাড়ি, কামিজ, গাউন, শার্ট কিংবা ফতুয়া। চাইলে আপনার পোশাকে কোনো বার্তা রাখতে পারেন। অনলাইনে বা ফ্যাশন হাউজগুলোতে এ ধরনের পোশাক সহজেই পেয়ে যাবেন।