ঢাকা পোস্টে এসে অভিভূত হাইকোর্টের বিচারপতি
ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সস্ত্রীক শুভেচ্ছা জানাতে আসেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। তিনি ঢাকা পোস্টের সকল সাংবাদিক ও কলাকুশলীদের শুভেচ্ছা জানান।
বুধবার বিকেলে বিচারপতি খিজির আহমেদ ঢাকা পোস্ট কার্যালয়ে আসেন। প্রতিষ্ঠানটির এক ঝাঁক তরুণ ও উদ্যমী কর্মীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন। কার্যালয় ঘুরে দেখার পর ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন।
বিজ্ঞাপন
বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এ সময় বলেন, এখানে এসে আমি সত্যিই অভিভূত। ঢাকা পোস্টের তরুণ সাংবাদিকরা আগামী দিনের পথিকৃৎ হিসেবে কাজ করবেন।
বিচারপতি বলেন, ঢাকা পোস্টের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও সঠিক সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করি।
২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। দর্শক-পাঠকদের আস্থা ও ভালোবাসা সঙ্গী করে এরই মধ্যে প্রতিষ্ঠানটি এক বছর পার করেছে। অতি অল্প সময়ে পাঠকের হৃদয়ে জায়গা করে নেওয়ার পাশাপাশি ঢাকা পোস্ট নিজের সাফল্যের ঝুলিতে অসংখ্য অর্জন জমা করেছে।
এমএইচডি/আরএইচ