নুরজাহান গ্রুপের এমডি জহির আহমদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ন্যাশনাল ব্যাংকের ১১৮ কোটি ৫০ লাখ টাকা ঋণ পরিশোধ না করায় নুরজাহান গ্রুপের এমডি জহির আহমদ রতনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) অর্থঋণ আদালতের বিচারক (যুগ্ম জেলা জাজ) মুজাহিদুর রহমান এ আদেশ দেন ।
আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জহির আহমদের বিরুদ্ধে বর্তমানে গ্রেফতারি পরোয়ানা আছে। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সে জন্য বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে জানা গেছে, দেশত্যাগের নিষেধাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তি জহির আহমদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আদেশের কপি এবং পূর্বের গ্রেফতারি পরোয়ানার কপি পুলিশের অতিরিক্ত আইজিপি (বিশেষ শাখা), অফিসার ইনচার্জ (বিশেষ শাখা), শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জহির আহমদ রতন মেসার্স আহমদ ট্রেডার্সের নামে ১১৮ কোটি ৫০ লাখ ৫১ হাজার ৮৮৩ টাকা ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নেন। এ ঘটনায় ২০২০ সালে মামলা দায়ের করা হয়। ঋণের বিপরীতে কোন স্থাবর সম্পত্তি বন্ধক না থাকায় বাদীপক্ষ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন। আদালত তার বিরুদ্ধে ২০২১ সালের ৮ নভেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরবর্তীতে আজ (৩ ফেব্রুয়ারি) আদালত তাকে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেন।
জানা গেছে, জহির আহমদের স্ত্রী ও সন্তানকে কানাডায় পাঠিয়ে দিয়েছেন। তিনি বিভিন্ন ব্যাংক থেকে প্রায় ৪ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু টাকা পরিশোধের কোনো সদিচ্ছা নেই তার। তার বিরুদ্ধে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কমপক্ষে ১৫টি মামলা আছে অর্থঋণ আদালতে।
কেএম/এসকেডি