করোনামুক্ত হয়ে দেশে ফিরেছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান
করোনামুক্ত হয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম।
মঙ্গলার (১ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অমিত কুমার দে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন,আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম গতকাল দেশে এসেছেন। তিনি এখন করোনামুক্ত, সুস্থ আছেন। যেকোনো দিন থেকে ট্রাইব্যুনালে বিচারকাজে নেতৃত্ব দিবেন।
গত ১৭ ডিসেম্বর যুক্তরাষ্ট্রে যান বিচারপতি মো. শাহিনুর ইসলাম। ৭ জানুয়ারি পরীক্ষা করে জানতে পারেন তিনি করোনা আক্রান্ত হয়েছেন। সেখানে তিনি ছেলের বাসায় ছিলেন।
২০১৭ সালের ১১ অক্টোবর থেকে বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের বিচারের জন্য ২০১০ সালের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়।
এমএইচডি/এমএইচএস