২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় যশোরের বাদল কুমার পালকে নিম্ন আদালতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

১৯৯৭ সালে যশোরের চৌগাছায় ২৫০ বোতল ফেনসিডিলসহ আটক হন বাদল কুমার পাল। ২০০০ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারিক আদালত।

এ রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০০৩ সালে তাকে খালাস দেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ সেই খালাসের বিরুদ্ধে আপিল করে।

গত ১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে রায় ঘোষণার জন্য আদালত ১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। এরপর আজ আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন।

এমএইচডি/এমএইচএস