সংগৃহীত ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবন নির্মাণে ৭১ কোটি টাকা দুর্নীতির মামলায় জিকে শামীমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেনের আদালত এ আদেশ দেন।

দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, গেল ২২ নভেম্বর এ মামলা দায়ের করেন দুদক চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফখরুল ইসলাম।

মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২য় কলা ও মানববিদ্যা অনুষদের ভবনের নির্মাণ কাজে যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রতারণা ও জালিয়াতি করে কাজ বাগিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের ক্ষতি হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়। মঙ্গলবার এ মামলায় জিকে শামীমকে আদালতে হাজির করলে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান।

জিকে শামীম ছাড়াও মামলাটিতে সি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল করিম চৌধুরীকে আসামি করা হয়েছে। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের কার্যালয় থেকে নগদ কোটি টাকা, অস্ত্র, মাদক ও বিদেশি মুদ্রাসহ তাকে যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) করে র‌্যাব। বিষয়টি নিয়ে সেসময় ব্যাপক তোলপাড় শুরু হয়। র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার পর দুদকের পক্ষ থেকে জিকে শামীমের অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করে দুদক।

চট্টগ্রাম/এমএইচএস