নির্বাচনী প্রচারণায় টুকু বাধা দিচ্ছে কিনা জানাতে নির্দেশ
পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এমপি নির্বাচনী প্রচার প্রচারণা বাধাগ্রস্ত করছেন কিনা, ৪৮ ঘণ্টার মধ্যে তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে নির্বাচন কমিশনের চিঠির পরও তিনি এলাকা ছেড়েছেন কিনা, তাও জানাতে বলা হয়েছে।
পাবনার জেলার রিটার্নিং কর্মকর্তাকে এ তথ্য জানাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার মেয়র প্রার্থী ও টুকুর ভাই মো. আব্দুল বাতেনের দায়ের করা রিটের শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আগামী বৃহস্পতিবার মামলার পরবর্তী শুনানি হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও মুহাম্মদ সাইফুল আলম।
গত ১৫ নভেম্বর পাবনার বেড়া পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে পাবনা-১ আসনের সাংসদ শামসুল হক টুকুকে এলাকা ছাড়তে চিঠি দেন রিটার্নিং কর্মকর্তা। সাংসদের ভাই ও পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবদুল বাতেন রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের এ অভিযোগ করেছেন।
বেড়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাংসদ টুকুর বড় ছেলে ও কেন্দ্রীয় যুবলীগ নেতা আসিফ শামস রঞ্জন। সেখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন সাংসদ শামসুল হকের ছোট ভাই বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল বাতেন। একই সঙ্গে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাংসদের বড় ভাইয়ের মেয়ে এস এম সাদিয়া আলম।
আইনজীবী খুরশিদ আলম খান বলেন, নির্বাচন কমিশন চিঠি দেওয়ার পরও শামসুল হক টুকু এলাকায় অবস্থান করছেন। এমনকি আব্দুল বাতেনের সমর্থকদের নির্বাচনী প্রচারণায় হুমকি দিচ্ছেন তিনি। পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে গতকাল মেয়র প্রার্থী মো. আব্দুল বাতেন হাইকোর্টে রিট করেন।
এমএইচডি/এমএইচএস