সংবাদ পাঠিকা তৃণা ইসলামের বিরুদ্ধে ‘যৌতুক’ মামলা
বেসরকারি টিভির সংবাদ পাঠিকা ডা. তৃণা ইসলামের বিরুদ্ধে যৌতুক চাওয়ার অভিযোগ এনে মামলা করেছেন স্বামী সংগীতশিল্পী এরশাদ উজ জামান।
রোববার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তারের আদালতে মামলা দায়ের করেন তিনি।
বিজ্ঞাপন
আদালত বাদীর জবানবন্দি নিয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০১৬ সালের ১৬ নভেম্বর এরশাদ উজ জামানের সঙ্গে তৃণা ইসলামের পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। ২০১৭ সালের ৬ আগস্ট তাদের ঘরে জন্ম নেয় এক কন্যাসন্তান।
বিয়ের পর থেকে তারা শান্তিতে বসবাস করে আসছিলেন। হঠাৎ তৃণা ইসলাম তার চিকিৎসা পেশা ছেড়ে সংবাদ পাঠিকা পেশায় যোগদান করেন। এরপর থেকে সংসারের প্রতি উদাসীনতা দেখাতে থাকেন। সম্প্রতি তৃণা ইসলাম নিজের জীবনের নিরাপত্তায় তাকে ৫০ লাখ টাকা ‘যৌতুক’ দিতে বলেন।
অভিযোগে আরও বলা হয়, সবশেষ গত ৪ নভেম্বর আসামি তৃণা বাদীকে জানান, ৫০ লাখ টাকা ‘যৌতুক’ হিসেবে ব্যাংক ডিপোজিট না করলে বৈবাহিক সম্পর্ক রাখবেন না। একইসঙ্গে মামলা করে বাদীকে হেনস্তা করবেন বলে ‘হুমকি’ দেন।
টিএইচ/আরএইচ/জেএস