আইসিটি মামলা থেকে সেই জুনায়েদসহ দুই আসামির অব্যাহতি
রাজধানীর ধানমন্ডি লেকের পাড়ে দুই বন্ধুর মধ্যে মারধরের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জুনায়েদ ও তার বন্ধু রেজভীকে অব্যাহতি দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার জুনায়েদ ও তার বন্ধু রেজভীর পক্ষে তাদের আইনজীবী মামলা থেকে অব্যাহতির আবেদন করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন মঞ্জুর করেন।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ মার্চ রাজধানীর ধানমন্ডি লেকের এ ঘটনার একটি ভিডিও ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। এর পর দিন ১৪ মার্চ ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী নুরুল্লাহ।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক কিশোরীকে কেন্দ্র করে নুরুল্লাহ নামে এক কিশোরকে মারধর করছে জুনায়েদ। জুনায়েদের অভিযোগ, নুরুল্লাহ তার বান্ধবীকে নিয়ে কটূক্তি করেছে। কিন্তু বারবার অভিযোগ অস্বীকার করে নুরুল্লাহ। তারপরও থামছে না জুনায়েদ। বিরতিহীনভাবে চড়-থাপ্পড় ও লাথির পর নুরুল্লাহ বসে পড়লে ফিল্মি কায়দায় তাকে দাঁড় করিয়ে আবারও মারে জুনায়েদ।
টিএইচ/এসকেডি