আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান : চারজনের বিরুদ্ধে চার্জশিট
আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে তদন্ত সংস্থা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
বুধবার (২০ অক্টোবর) আদালতের দক্ষিণখান থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞাপন
জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সাইফুল ইসলাম চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর ওপর আগামী ১৭ নভেম্বর শুনানি অনু্ষ্ঠিত হবে।
অভিযোগপত্রে রাশেদুর রহমান সুমন, আসাদুল ইসলাম ওরফে ফিরোজ, মিরপুরের রূপপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শিলা ও পলাতক জঙ্গিনেতা মাইনুল ইসলাম মুসার স্ত্রী তৃষা মণি ওরফে আয়েশার নাম উল্লেখ করা হয়েছে।
মামলায় চারজনকে অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তারা হলেন- জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা ওরফে তাহিরা, আজিমপুরে জঙ্গি অভিযানে নিহত তানভীর কাদেরীর কিশোর ছেলে আফিফ কাদেরী ওরফে আদর, মাইনুল ইসলাম মুসা ও সেলিম।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর দক্ষিণখান থানার আশকোনা এলাকার সূর্য ভিলা বাড়িতে ‘অপারেশন রিপোল টুয়েন্টিফোর’ চালায় পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এতে দুই জঙ্গি নিহত হন। আত্মসমর্পণ করেন দুই নারী।
ওই ঘটনার পরের দিন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।
টিএইচ/এমএআর/