জয়যাত্রা টিভির বার্তা সম্পাদক কামরুজ্জামান কারাগারে
রাজধানীর পল্লবী থানার প্রতারণার মামলায় জয়যাত্রা টিভির বার্তা সম্পাদক কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১১অক্টোবর) কামরুজ্জামান তার আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, জয়যাত্রা টিভিতে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে প্রতারণার অভিযোগ এনে পল্লবী থানায় এক ভুক্তভোগী মামলা দায়ের করেন। এ মামলার ৩নং আসামি বার্তা সম্পাদক কামরুজ্জামান।
উল্লেখ্য, ২৯ জুলাই রাত ৮টার দিকে হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২ এর ৩৬ নম্বর রোডের বাসভবনে অভিযান শুরু করে র্যাব। দীর্ঘ চার ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে তাকে আটক করা হয়। পরে র্যাব সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
৩০ জুলাই দুপুরে এক ক্ষুদে বার্তায় তাকে গ্রেফতারের তথ্য জানায় র্যাব। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়।
টিএইচ/ওএফ