মোদিবিরোধী আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় ছাত্র অধিকার পরিষদের ২০ নেতাকর্মীকে জামিন দিয়েছেন আদালত। এই মামলায় গ্রেফতার হওয়ার পর এতদিন কারাগারে ছিলেন তারা।

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোদিবিরোধী আন্দোলনের সময় মতিঝিল থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে আমরা দায়রা জজ আদালতে জামিনের আবেদন করি। ১৭৩ দিন পর আজ তাদের জামিনের আদেশ হলো।

জামিনপ্রাপ্তরা হলেন মো. ইউনুস, নাজমুল হাসান, নাহিদুল তারেক, মো. নাইম,আসাদুজ্জামান, আজহারুল ইসলাম, সোহেল মৃধা, মোস্তাক আহমেদ, আজিম হোসেন, মো. রুহুল ইসলাম সোহেল, আব্দুল্লাহ আল মাহমুদ জিশান, মো. সোহেল আহমদ, শেখ খায়রুল কবির, সবুজ হোসেন, গোলাম তানভীর, মো. হেমায়েত, ইসমাইল হোসেন, মো. রেজাউল করিম, মুনতাজুল ইসলাম ও কাজী বাহাউদ্দীন মনির। 

আজ আদালতে উপস্থিত ছিলেন ডা. জাফরুল্লাহ চৗধুরী ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

টিএইচ/আরএইচ/জেএস