প্রিজনভ্যান থেকে নামানোর সময় আসামিদের মুখে হাসি দেখা গেছে

জুলহাজ-তনয় হত্যা মামলার আট আসামির মধ্যে হাজতি চার আসামিকে আদালতে হাজির করা হয়েছে। এ সময় তাদের খোশমেজাজে দেখা গেছে। আসামিদের একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি ও কথাবার্তা বলতেও দেখা গেছে। 

এ সময় এক পুলিশ কর্মকর্তা তাদের হাসি থামাতে বলেন। প্রতিউত্তরে আসামিরা বলেন, আমাদের কি কথা বলার অধিকার নেই? আমরা কি মানুষ না?

আসামিদের মধ্যে আরাফাত রহমান ও শেখ আব্দুল্লাহ তাদের হাতকড়া পরিয়ে পিছনে হাত রাখাতে আপত্তি জানান। তারা বলেন, আমাদের হাতকড়া লাগানো হয়েছে কেন? আপনারা (পুলিশ) মানবাধিকার বিষয়ে কথা বলেন। আমাদের কি কোনো মানবাধিকার নেই? এরপর তাদের হাত সামনের দিকে রেখে হাতকড়া পরানো হয় এবং পুলিশ তাদের শান্ত থাকতে বলে।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে ১১টা ২৫ মিনিটে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট প্রাঙ্গণে আসামিদের হাজির করা হয়। মামলার চার আসামিকে গারদখানা থেকে আদালত প্রাঙ্গণে আনা হয় ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে। প্রিজনভ্যান থেকে আসামিদের নামানোর সব তাদের প্রায় সবাইকে হাসিমুখে এজলাসের দিকে যেতে দেখা যায়। এছাড়া আসামিদের মধ্যে একজন আঙুল উঁচিয়ে হাসিমুখে উল্লাস করতেও দেখা যায়। 

বেলা ১২টা ৫ মিনিটে ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালতে আসামিদের হাজির করা হয়। এর কিছুক্ষণ পরেই বিচারক এজলাসে এসে রায় পড়া শুরু করেন।

মামলার আসামিরা হলেন- মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী, মওলানা জুনায়েদ আহম্মেদ, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ ও আসাদুল্লাহ। 

এদের মধ্যে মেজর (বরখাস্ত) সৈয়দ মোহাম্মদ জিয়াউল জিয়া, আকরাম হোসেন, সাব্বিরুল হক চৌধুরী ও মওলানা জুনায়েদ আহম্মেদ পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে আজ কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। 

এর আগে গত ২৩ আগস্ট ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত রায় ঘোষণার জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেন। 

২০১৯ সালের ১২ মে জিয়াসহ আট জনের বিরুদ্ধে কলাবাগান থানায় দায়ের করা মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।

২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা এবং সংশ্লিষ্ট থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

জুলহাজ মান্নান বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তনয় লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

টিএইচ/এইচকে