পুলিশ কর্মকর্তাকে হত্যা : ফারিয়া মীমকে আত্মসমর্পণের নির্দেশ
পুলিশ কর্মকর্তা এসআই মো. মামুন ইমরান খানকে পেট্রল দিয়ে পুড়িয়ে হত্যা মামলার আসামি ফারিয়া বিনতে মীমকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে।
রোববার (২৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
বিজ্ঞাপন
জানা যায়, সিআইডি পুলিশের এসআই মো. মামুন ইমরান খান হত্যা মামলায় প্রকৃত আসামি রবিউল ইসলাম ওরফে আপন ওরফে সোহাগ ওরফে হৃদয়ের পরিবর্তে রবিউল হিসেবে গত বছর ২০ অক্টোবর ঢাকার আদালতে আত্মসমর্পণ করেন চাঁদপুরের মো. আবু ইউসুফ লিমন। বিষয়টি গণমাধ্যমে প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর গত ৩ জুন ইউসুফকে মুক্তির নির্দেশ দেন ঢাকার এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
জানা যায়, নারীদের টোপ হিসেবে ব্যবহার করে বিত্তশালীদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায় করছিল একটি চক্র। ওই চক্রের কবলে পড়েন সিআইডি পুলিশের এসআই মো. মামুন ইমরান খান। এরপর তাকে ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করতে পেট্রল ঢেলে পুড়িয়ে গাজীপুর বনে ফেলে দেয় আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ঢাকার বনানী থানায় ২০১৮ সালের ১০ জুলাই মামলা করেন। এ মামলার কয়েক দিনের মাথায় ১৯ জুলাই ফারিয়া বিনতে মীমকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে ২০১৯ সালের ৩১ মার্চ অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এরপর ঢাকার এক নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচার শুরু হয় মামলাটির। এরই মধ্যে বেশ কয়েকজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এখনও মামলাটির বিচার সম্পন্ন হয়নি।
এ অবস্থায় মীমকে গত বছর ১১ অক্টোবর জামিন দেন হাইকোর্ট। এরপর মীম কারাগার থেকে মুক্তি পান। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ তার জামিন স্থগিত ও আত্মসমর্পণের নির্দেশনা চেয়ে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আজ এ আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ আসামির জামিন স্থগিত করেন এবং দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।
এমএইচডি/এসকেডি