দফায় দফায় পরীমণির রিমান্ড : হাইকোর্টের নজরে আনলেন আইনজীবী
চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রিমান্ডে নেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে এনেছেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চে বিষয়টি নজরে আনেন।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ আদালতে বলেন, ‘মাই লর্ড ফৌজদারি কার্যবিধিতে রিমান্ডের কোনো বিধানই তো নেই। এরপরও চিত্রনায়িকা পরীমণিকে বার বার রিমান্ডে নেওয়া হচ্ছে। আমি আদালতের কাছে রিমান্ড বন্ধে স্বপ্রণোদিত হয়ে আদেশ প্রার্থনা করছি।’
বিজ্ঞাপন
তখন আদালত বলেন, ‘কোন মামলায় রিমান্ড চাওয়া হচ্ছে বা হচ্ছে না তা খবর দেখে অনেক সময় বোঝা যায় না। মনে করেন, এক মামলায় আটক করেছে, তারপর একাধিক মামলা হচ্ছে। একেক সময় একেক মামলায় রিমান্ডে নিচ্ছে। এটি তো নিতেই পারে। তবে কতবার রিমান্ড নিচ্ছে, কত দিন রিমান্ড নিচ্ছে, এটি গুরুত্বপূর্ণ বিষয়।’
আদালত বলেন, ‘চাইলে এসব বিষয় উল্লেখ করে নিয়মিত রিট করতে পারেন। এগুলোতে সুয়োমোটো রুল (স্বপ্রণোদিত আদেশ) ইস্যু করা যায় না। যথাযথ আবেদন নিয়ে আসতে পারেন।’
উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরীমণিকে আজ তৃতীয় দফায় রিমান্ডে পেয়েছে সিআইডি। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পরীমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বনানী থানায় করা এ মামলায় পরীমণিকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল সিআইডি। শুনানি শেষে এ আদেশ দেন আদালত। পরীমণিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি।
এমএইচডি/এসকেডি