চট্টগ্রামের পটিয়া থানায় হামলার অভিযোগে দায়ের করা মামলায় হেফাজতে ইসলামের আরও চার কর্মীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৪ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ পৃথক আদেশে ওই চারজনের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্তরা হলেন, মো. ফোরকান উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মকবুল ইসলাম চৌধুরী ওরফে ফারুক ও সোহেল। 

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল করিম ও মো. আল আমীন আবদুল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রেজাউল হক।

গত ২৬ মার্চ বিকেলে হেফাজতের কর্মীরা মিছিল বের করেন চট্টগ্রামের পটিয়া থানায় হামলা চালান বলে ৩০ মার্চ দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে। মামলায় অজ্ঞাত সাত থেকে আটশ নেতাকর্মীকে আসামি করা হয়।  হাইকোর্টে জামিন আবেদনকারী চারজনকে গত ১০, ১২ ও ১৮ এপ্রিল গ্রেফতার করা হয়। গতকাল হাইকোর্ট এ মামলার তিন আসামিকে জামিন দেন।  

এমএইচডি/আরএইচ