মাদক মামলায় পাপিয়া দম্পতির বিচার শুরু
মাদক মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার ও তার স্বামী মফিজুর রহমান সুমনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আর এ অভিযোগ গঠনের মধ্যে দিয়েই আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেওয়া হল।
মঙ্গলবার (১২ জানুয়ারি) ঢাকার তৃতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালতের বিচারক আমিরুল ইসলাম এ আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১ মার্চ দিন ধার্য করা হয়েছে।
বিজ্ঞাপন
এদিন সকালে কারাগার থেকে আসামি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর আসামি পক্ষের আইনজীবীরা তাদের অব্যাহতির আবেদন করে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন করেন।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি ফার্মগেট এলাকার ২৮ নম্বর ইন্দিরা রোডে অবস্থিত রওশন’স ডমিনো রিলিভো নামক বিলাসবহুল ভবনে তাদের দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন, ২০ রাউন্ড পিস্তলের গুলি, পাঁচ বোতল বিদেশি মদ ও নগদ ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেকের পাতা, বিদেশি মুদ্রা, বিভিন্ন ব্যাংকের ১০টি ভিসা ও এটিএম কার্ড জব্দ করে র্যাব। বিদেশি মদ জব্দের ঘটনায় শেরেবাংলা নগর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়ের করা হয়। গত ১০ সেপ্টেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা। পরে ১৩ সেপ্টেম্বর বিচারক দেখিলাম বলে স্বাক্ষর করেন।
টিএইচ/এসএম