একদিনের জন্য ৩৮টি বেঞ্চ খুলে দিলেন প্রধান বিচারপতি
শুধু বৃহস্পতিবারের (১৫ জুলাই) জন্য হাইকোর্টের ৩৮টি বেঞ্চ খুলে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ওইদিন ভার্চুয়ালি এসব বেঞ্চে বিচারকাজ চলবে।
বুধবার (১৪ জুলাই) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ৩৮টি বেঞ্চ গঠন করে সার্কুলার জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
মাঝখানে শুক্রবার ও শনিবার ছুটির কারণে বিচারকাজ বন্ধ থাকবে। আগামী ১৮ জুলাই (রোববার) থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি।
অবকাশকালীন সময়ে বিচারকাজ পরিচালনার জন্য আগেই চারটি বেঞ্চ করে দিয়েছেন প্রধান বিচারপতি। এর মধ্যে বিচারপতি এম ইনায়েতুর রহিমকে অতি জরুরি সব ধরনের রিট মোশন ও দেওয়ানি মোশন বেঞ্চের দায়িত্ব, বিচারপতি জে বি এম হাসানকে অতি জরুরি সব ধরনের ফৌজদারি মোশনের দায়িত্ব, বিচারপতি মো. আশরাফুল কামালকেও ফৌজদারি মোশনের দায়িত্ব ও বিচারপতি কে এম কামরুল কাদেরকে কোম্পানি বেঞ্চের দায়িত্ব দেওয়া হয়েছে।
এমএইচডি/জেডএস