ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মহসীন মোল্লার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের দণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আসামি মহসীন মোল্লাকে অবিলম্বে কনডেম সেল থেকে সাধারণ সেলে নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আইন ও কারাবিধি অনুযায়ী সব সুবিধা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ এ রায় দেন।

মামলায় আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।  

জানা যায়, ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি আকলিমাকে বিয়ে করেন মহসীন মোল্লা। কিন্তু বিয়ের কয়েক মাসের মাথায় ওই বছরের ১৮ আগস্ট খুন হন আকলিমা। পরদিন মহসীনকে ধরে পুলিশে দেয় স্থানীয় জনগণ। সেই থেকে তিনি কারাবন্দি। 

এ ঘটনায় মহসীন মোল্লার বিরুদ্ধে করা মামলায় বলা হয়, যৌতুকের জন্য আকলিমাকে হত্যা করা হয়েছে। এ মামলায় বিচার শেষে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০০৬ সালের ১৮ এপ্রিল এক রায়ে মহসীন মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। এই রায় অনুমোদনের জন্য হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। আর কারাবন্দি আসামির পক্ষ থেকে জেল আপিল করা হয়। উভয় আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট ২০১২ সালের ২২ জানুয়ারি মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। 

এরপর ওই রায়ের বিরুদ্ধে কারাগার থেকে তিনি আপিল করেন। এই আপিল আবেদনের ওপর শুনানির সময় নিম্ন আদালতের বিচারে মারাত্মক ত্রুটি চোখে পড়ে আপিল বিভাগের। এসময় আদালত নিম্ন আদালতের বিচারকের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। আদালত উভয়পক্ষের আইনজীবীদের শুনানি নিয়ে আসামির সাজা কমিয়ে রায় দেন।

এমএইচডি/জেডএস