করোনার সংক্রমণ রোধে সারাদেশে চলছে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ। এ সময় বিনা প্রয়োজনে ঘর থেকে বের হলেই করা হচ্ছে জেল-জরিমানা। কঠোর বিধিনিষেধ অমান্য করায় জেল-জরিমানার শাস্তি পাওয়া আসামিদের ছাড়িয়ে নিতে তাদের পরিবার যেন প্রতারণার শিকার না হয়, সেজন্য সবাইকে সচেতন করা হচ্ছে।

মঙ্গলবার (৬ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সামনে পুলিশের উপ-পরিদর্শক শেখ রকিবুর রহমান মাইকিং করে এ বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।

তিনি বলেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে আপনাদের জানানো যাচ্ছে, বিধিনিষেধ অমান্য করায় যারা গ্রেফতার হয়েছেন, তাদের আদালত একটি জরিমানা নির্ধারণ করবেন। আপনারা নির্ধারিত ফি জমা দিয়ে তাদের ছাড়িয়ে নিতে পারবেন। আদালত ছাড়া কাউকে অতিরিক্ত টাকা দিয়ে প্রতারণার শিকার হবেন না।

আদালতের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে জানায়, ৫ ও ৬ জুলাই আসামিদের ডিএমপি অ্যাক্টে মামলা দিয়ে আদালতে হাজির করে পুলিশ। বিধিনিষেধ অমান্য করায় বিচারক তাদের ১০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে এক ঘণ্টা করে কারাদণ্ডের আদেশ দেন। যারা জরিমানার টাকা পরিশোধ করতে পারেননি, তাদের এক ঘণ্টা আটক রেখে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (৫ জুলাই) রাজধানীতে গ্রেফতার ৬৯০ জনকে জরিমানা করেছেন আদালত। রোববার (৪ জুলাই) রাজধানীতে গ্রেফতার হওয়া ৬৩৬ জনকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পৃথক দুই বিচারক শাহিনুর রহমান ও সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নির্দিষ্ট পরিমাণ জরিমানা করেন।

টিএইচ/এমএইচএস