সমবায় অধিদফতরের উপ-নিবন্ধক মুহাম্মদ গালিব খানের ১৩টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ব্যাংক হিসাবগুলোতে তার দুই কোটি ১৭ লাখ ৩৬৬ টাকা রয়েছে।

রোববার (২৭ জুন) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের দুদকের সংশ্লিষ্ট সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ২৩ জুন দুদকের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক তার ১৩ ব্যাংক হিসাব জব্দ করার জন্য আদালতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার আদালত তা মঞ্জুর করেন।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়, মুহাম্মদ গালিব খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। মানিলন্ডারিং এর মাধ্যমে বিদেশে কোটি কোটি টাকা পাচার করার অভিযোগে থাকায় দুদক অনুসন্ধান শুরু করে।

টিএইচ/ওএফ