রাজধানীর যাত্রাবাড়ী থানার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে আদেশ এ দেন। আদালতের যাত্রাবাড়ী থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, আজহারুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। একইসঙ্গে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস আজহারুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন ভোরে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে সফরকে কেন্দ্র করে হেফাজতে ইসলাম বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্নস্থানে যে তাণ্ডব চালিয়েছে তার সঙ্গে মাওলানা আজহারুল ইসলামের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

টিএইচ/জেডএস