সৌর বিদ্যুতের দাম নির্ধারণে পদক্ষেপ জানতে চান হাইকোর্ট
সৌর বিদ্যুতের দাম নির্ধারণে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সরকারের কাছে জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে সৌর বিদ্যুতের দাম নির্ধারণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১ জুন) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
বিজ্ঞাপন
৬০ কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে রিট আবেদন দায়ের করে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)।
রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
সৌর বিদ্যুতের দাম নির্ধারণে ক্যাব সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আবেদন করে। কিন্তু সাড়া না পেয়ে এরপর আইনি নোটিশ দেওয়া হয়। এরপরও তারা দাম নির্ধারণে কোনো কার্যক্রম শুরু না করায় এ রিট করা হয় বলে জানান আইনজীবী।
এমএইচডি/আরএইচ