হাইকোর্টের সংগৃহীত ছবি

ব্যক্তিগত লাভের বিনিময়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাই দেশের অর্থপাচারকারী ও আত্মসাৎকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খুরশিদ আলম সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) বর্তমান পরিচালনা পর্ষদের অপসারণ সংক্রান্ত মামলার রায়ে এমন পর্যবেক্ষণ দিয়েছেন।

হাইকোর্ট বলেন, এটা জনগণের দুর্ভাগ্য যে, যেখানে দেশের কেন্দ্রীয় ব্যাংকের সততা ও আন্তরিকতার সাথে দেশের অথনৈতিক উন্নয়ন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো মনিটরিংয়ের কাজ করার কথা, সেখানে ব্যাংকটির ডেপুটি জেনারেল ম্যানেজার, জেনারেল ম্যানেজার, নির্বাহী পরিচালক ও ডেপুটি গভর্নররা ব্যক্তিগত লাভের জন্য অর্থপাচারকারী ও অর্থ আত্মসাৎকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে মাতৃভূমির অর্থনীতিকে ধ্বংস করছে।

গত ১৭ ডিসেম্বর বিআইএফসির মামলার সংক্ষিপ্ত রায় দেওয়া হলেও আজ সোমবার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বলে জানান সংশ্লিষ্ট আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক।

এমএইচডি/এইচকে