দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় প্লেজেন প্রোপার্টিজের সিইও ফাইজুর আহমেদ ও ম্যানেজার (অ্যাডমিন) ইব্রাহিমের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন (গালিব) তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা গেছে, উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের জামিন পান তারা। জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা।

তাদের পক্ষে জামিন শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। বাদীপক্ষে আবরার খান তাসলিম জামিনের বিরোধিতা করেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন তামিমের বাবা মামলার বাদী সুলতান আহমেদ। তিনি জামিনের বিরোধিতা করেন। কান্নাজড়িত কণ্ঠে আদালতকে জানান, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি। আসামিদের জামিনের বিরোধিতা করছি।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ মামলায় গত ২৪ ডিসেম্বর বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, তিন জন মালিকের জমি নিয়ে প্লেজেন প্রোপার্টিজ একটি ভবন নির্মাণ করে। ৯ তলা ওই ভবনে ২৭টি ফ্ল্যাট ছিল। প্রত্যেক জমির মালিককে পাঁচটি করে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, কিন্তু জমির মালিক নিহত তামিমের বাবাকে দুটি ফ্ল্যাট দেওয়া হয়। বাকি তিনটির মধ্যে একটি ফ্ল্যাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তার শ্বশুরের কাছে বিক্রি করেন ডেভেলপার কোম্পানির মালিক। গত ১০ অক্টোবর বাকি দুটি ফ্ল্যাটের অভ্যন্তরীণ কাজ শুরু করার সময় ২০/২৫ জন দুর্বৃত্ত ভবনের সিসি ক্যামেরা ভেঙে হামলা চালায়। তানজিল নিচ থেকে ফ্ল্যাটের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত তামিমের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১১/১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

এনআর/এসএম