জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম
ঢাকা বার ইউনিটের আহ্বায়ক খোরশেদ, সদস্যসচিব ফারুক
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। এতে অ্যাডভোকেট খোরশেদ আলমকে আহ্বায়ক ও অ্যাডভোকেট নিহার হোসেন ফারুককে সদস্যসচিব করা হয়েছে। আগামী চার মাসের মধ্যে এ কমিটিকে সম্মেলন আয়োজন করতে বলা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল গত মঙ্গলবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জহির রায়হান জসিম, যুগ্ম আহ্বায়ক হোসেন আলী খান হাসান ও শামীমা আক্তার শাম্মী। এছাড়া কমিটির সদস্যরা হলেন- গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম, খন্দকার হযরত আলী, আব্দুল লতিফ তালুকদার, আমিরুল ইসলাম আমির, আব্দুল খালেক মিলন, আনিছুর রহমান আনিছ, হারুন অর রশিদ ভুঁইয়া, জালাল আহমেদ দোলন, যোনায়েদ উল্লাহ শোয়েব, শাহনাজ বেগম শিরিন, আতিকুর রহমান আতিক, মোহাম্মদ উল্লাহ জুয়েল, ইলতুৎমিস সওদাগর, আখতার হোসেন সোহেল, শেখ আলাউদ্দিন, মোহাম্মদ আনিসুজ্জামান, আকলীমা আক্তার আলো, নুরুজ্জামান তপন, মাসুদুর রহমান বাদল, নুরুজ্জামান, দেলোয়ার জাহান রুমী, মাহাবুব আলম আক্তার, ওমর জাকির বাবুল, তানভীর হাসান সোহেল ও আনোয়ার হোসেন।
এনআর/এআইএস