সালামের উত্তর নিলেন ‘শাজাহান’, হাত নাড়াতে চেয়েও পারলেন না ‘পলক’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হাজির করা হয়েছে জুলাই-অগাস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার ১৬ আসামিকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে কড়া নিরাপত্তায় বিভিন্ন কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে আসা হয়। আসামিদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী শাজাহান খান এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে সকাল ১০টা ৪৯ মিনিটের দিকে পর্যায়ক্রমে প্রিজনভ্যান থেকে নামিয়ে আদালতের হাজতখানায় (গারদ) প্রবেশ করানো হয়।
এ সময় শাজাহান খান ও পলককে বিমর্ষ ও গম্ভীরমুখে দেখা যায়। তারা দুজনই মাথা নিচু করে প্রিজন ভ্যান থেকে নামেন। এরমধ্যে শাজাহান খান প্রিজনভ্যান থেকে মাথা নিচু করে হাজতে ঢোকার সময় সাংবাদিকদের মধ্যে থেকে একজন বলেন, ‘শাজাহান ভাই আসসালামু আলাইকুম’। সালামের উত্তর নিয়ে শাজাহান খান বলেন, ‘ওয়ালাইকুম সালাম। ভালো আছেন সবাই?’। এরপর তিনি হাজতে ঢুকে যান।
বিজ্ঞাপন
তার পেছনে প্রিজন ভ্যান থেকে নামেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তাকে প্রিজন ভ্যান থেকে নামানোর পরই দুজন পুলিশ সদস্য দুই পাশ থেকে হাত ধরে রাখেন। এরমধ্যে বাম পাশের পুলিশ সদস্যকে পলকের বাম হাতের বাহু ও কব্জি ধরে রাখতে দেখা যায়। সে সময় পলককে হাত নাড়ানোর জন্য উঁচু করার চেষ্টা করতেও দেখা যায়। পরে বিমর্ষ মুখেই হাজতে ঢুকে যান তিনি।
অপরদিকে, সাবেক সরকারের হেভিওয়েট এসব ব্যক্তিদের আদালতে হাজির করাকে কেন্দ্র করে পুরো আদালতপাড়ায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন সংস্থার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে পুরো এলাকায়।
জুলাই-আগস্টে ‘হত্যা-গণহত্যার’ মামলায় গ্রেপ্তার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ মোট ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
তাদের মধ্যে আছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু ও কামরুল ইসলাম।
আরো আছেন সাবেক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম।
আরএইচটি/জেডএস