বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রীসহ দুইজন কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে ওয়েলন্ডিং শ্রমিক হুমায়ুন কবিরকে হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী শিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুভাষ ও নিলুফা ইয়াসমিনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইনের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক হন মিষ্টি সুভাষ।
আরও পড়ুন
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল করিম তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী খায়ের উদ্দিন শিকদার, সাইফুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি ৩নং রোড এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে অংশ নেন হুমায়ুন কবির। এরপর দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আক্রমণে পেটের বামপাশে গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ৭ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনকে আসামি করে রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন তিনি।
এনআর/এআইএস