২০০৪ সালের ঘটনায় ২০০৭ সালে বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে বিচারিক আদালতের দেওয়া ১২ বছরের দণ্ড থেকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

দুলুসহ ২৮ জনের আপিল মঞ্জুর করে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আপিলের পক্ষে আইনজীবী ছিলেন মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে নাটোরে ১৮টি বাড়িঘর আগুন দিয়ে পোড়ানো হয়। সেই ঘটনায় ওই বছরই একটি মামলা হয়। একই ঘটনায় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ ১০৫ জনকে আসামি করা হয়।

নাটোরের বিশেষ জজ আদালত ২০০৭ সালের ২৩ আগস্ট বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে ১২ বছর এবং আরও ৮৩ আসামিকে ১০ বছরের সাজা দেন। এর বিরুদ্ধে ২০০৭ সালে আপিল করা হয়। ২৮ জনের আপিল শুনানি শেষে আজ (মঙ্গলবার) হাইকোর্ট তাদের খালাস দিয়েছেন।

আইন অনুযায়ী— একই ঘটনায় একই ব্যক্তিকে দুবার বিচারের আওতায় আনা যাবে না। যেহেতু একই ঘটনায় ২০০৪ সালে মামলা হয়েছিল, সেই মামলা চলা অবস্থায় ২০০৭ সালে আরেকটি মামলা করা হয়। সেই মামলায় ছয় মাসের মধ্যে বিচার করে সাজা দেওয়া হয়েছিল বলে জানান আইনজীবী আরিফুল ইসলাম।

ওএফএ/এমজে