দেশকে অস্থিতিশীল করতে আইনজীবী হত্যা : আইনজীবী কংগ্রেস
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলীফ হত্যার নেপথ্যে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছে বাংলাদেশ আইনজীবী কংগ্রেস।
বুধবার সুপ্রিম কোর্ট বারের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠনে যখন সরকার কাজ করে যাচ্ছে, তখন দেশকে অস্থিতিশীল করতে একটি মহল তৎপর। আইনজীবী হত্যা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুল আওয়ালের সভাপতিত্ব অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় সংগঠনটির উপদেষ্টা ও বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম বলেন, আইন কোনোভাবে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারও নামে মামলা হলে আইনি প্রক্রিয়ায় জামিন নিতে হবে। এর জন্য আদালতে হামলা বা আইনজীবীকে হত্যা করা গর্হিত অপরাধ। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার পেছনে যারাই জড়িত থাকুক তাদেরকে রাজনীতি বা ধর্মীয় বিবেচনায় না নিয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদেরকে আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী কংগ্রেসের ঢাকা বার শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাইনুল ইসলাম, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ভঞ্জ, অ্যাডভোকেট শেখ হাসান আলী প্রমুখ।
এমএইচডি/এমএসএ