পি কে হালদারের আত্মীয় শঙ্খ বেপারী ৩ দিনের রিমান্ডে
রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) আত্মীয় শঙ্খ বেপারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৪ জানুয়ারি) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি শঙ্খ বেপারীকে তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এ আদেশ দেন।
দুপুরে দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির তলবে হাজির হলে তাকে গ্রেফতার করেন তদন্ত কর্মকর্তা ও সংস্থাটির উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দায়ের করা মামলায় শঙ্খ বেপারীকে গ্রেফতার দেখানো হয়েছে।
শঙ্খ বেপারীর নামে রাজধানীতে একটি ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদকের। যার সঙ্গে পি কে হালদারের সম্পৃক্ততা রয়েছে। এসব অভিযোগেই তাকে গ্রেফতার করেছে দুদক।
এর আগে সকাল সাড়ে ১০টায় দুদকের তলবে হাজির হন শঙ্খ বেপারী। দুদকের প্রধান কার্যালয় থেকে সম্প্রতি তাকে তলবি চিঠি দেন তদন্ত কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
আলোচিত পি কে হালদার চক্রের প্রায় ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ অনুসন্ধানে দুদক সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে। গত ১০ আগস্ট পি কে হালদারসহ ৫ জনকে তলব করেছিল দুদক। যদিও পি কে হালদার অনেক আগ থেকে পলাতক রয়েছেন। মাঝে দেশে ফেরার জন্য আদালতে আবেদন করলেও শেষ পর্যন্ত আর ফেরেননি তিনি।
এরইমধ্যে রিলায়েন্স ফাইন্যান্স ও এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদার ও তার বিভিন্ন প্রতিষ্ঠানের সহযোগীসহ ৮৩ ব্যক্তির ব্যাংক হিসাব ফ্রিজ হয়।
অভিযোগ রয়েছে, পি কে হালদার ওই প্রতিষ্ঠানসহ পিপলস লিজিং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) দায়িত্ব পালন করে প্রায় ৩৬০০ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন।
ক্যাসিনো অভিযানের ধারাবাহিকতায় তার বিরুদ্ধে এরইমধ্যে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মামলা করে দুদক। তবে মামলা করার আগেই লাপাত্তা পি কে হালদার।
টিএইচ/জেডএস