ক্রাউন ইউরো ইন রিসোর্টের জেনারেল ম্যানেজার পদে দায়িত্বে অবহেলা ও ব্যবসায়ের সুনাম নষ্টের মাধ্যমে ১ কোটি টাকার মতো ক্ষতি হওয়ায় লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক আবু সাঈদ হাওলাদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আবু সাঈদের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠান আইনজীবী কাজী পারভেজ জীবন। নোটিশে আগামী সাত কর্মদিবসের মধ্যে এ ব্যবসায়িক ক্ষতির বিষয়ে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা উল্লেখ করেছেন।

নোটিশে বলা হয়, চলতি বছরের ১ জুলাই মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে ক্রাউন ইউরো ইন রিসোর্টের জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেন প্রতিষ্ঠানটির মালিক। নিয়োগের সময় বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে ভালো সম্পর্ক থাকার বিষয়টি জানিয়ে রিসোর্টকে লাভজনক করার আশ্বাস দেন। কিন্তু নিয়োগের পর থেকে প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা ব্যবহার নিয়ে দায়িত্বহীন কর্মকাণ্ড করেছেন। একইসঙ্গে খালাত বোন পরিচয়ে নারীর সঙ্গে রিসোর্টে রাত কাটিয়ে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করেছেন। ফলে প্রতিষ্ঠানের ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এনআর/এসএসএইচ