ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার জসিম উদ্দীন/ সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা-গণহত্যা ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) জসিম উদ্দীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে পাঁচটার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশি প্রহরায় জসিম উদ্দীনকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনে দায়ের করা হত্যা মামলায় গতকাল তাকে রংপুর থেকে গ্রেপ্তার করা হয়।

এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে গ্রেপ্তার করার পর কাউকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো।

গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ডিসি জসিম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

এমএইচডি/এসএম